ছায়া ও অশ্বথ বিষয়ক খণ্ডকবিতা

ছায়া ও অশ্বথ বিষয়ক খণ্ডকবিতাআফসার নিজাম

এক/ক.
সূর্য ডুবে গেলে
কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া
একচিলতে রোদের আশায়
পরবাসী স্বামীর মতো
অপেক্ষার প্রহর কাটায় প্রাচীন অশ্বথ।

এক/খ.
সব রাত্রী ঘরে ফেরে
তিনমাথা মানুষের মতো
একচিলতে রোদে
ছায়া হয়ে শুয়ে থাকে প্রাচীন অশ্বথ।

দুই/ক.
চৈত্র দুপুরে আমার ছায়াটি অদৃশ্য হয়ে গেলে
দীর্ঘ পদযাত্রায় ক্লান্ত পথিকের মতো
ছায়া খুঁজতে অশ্বথের নীচে দাঁড়ালে
কোথা থেকে লোকটি এসে জিজ্ঞেস করে-

কী খুঁজছেন হুজুর?
ছায়া। আপনি?
আমিও।

দুই/খ.
অশ্বথের নীচে দাঁড়িয়ে লোকটিকে বলতে শুনেছি
সব পথিকের ছায়া কেড়েছে প্রাচীন অশ্বথ
আমি তার মূল খুঁড়ে ছায়া নিয়ে যাবো
এই দেখুন খন্তা, কুড়াল…
বলেই লোকটি খুঁড়তে থাকে অশ্বথের শেকড়

আজও সে খুঁড়ে যাচ্ছে
কান সজাগ থাকলে আপনিও শুনতে পাবেন।

তিন/ক.
গতকাল সূর্যের আলোয় যে সুরমা রঙের ছায়াটি
আমার উঠোন পর্যন্ত এসেছিলো
আজ রাতেও চাঁদের আলোয়
সে আমার প্রাঙ্গণে আছড়ে পড়েছে
তাকে পাঁজাকোলা করে ঘরে প্রবেশ করি
সে মিশে যায় আমার ভেতর

এখন আমার কোনো ছায়া নেই।

তিন/খ.
ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে
যে উচ্চারণ করে
আমার কোনো ছায়া নেই-

প্রভূ সে তোমার প্রতিদ্বন্দ্বী হতে চায়।

সোনার কন্যা

সোনার কন্যাআফসার নিজাম

রোদ কুড়াতে কন্যা আমার

রোদে দিলো ঝাপ

লাজুকলতা খুঁজল না

সোনার কন্যা বুঝল না

রোদ কুড়ানো পাপ

রোদের কণা রূপ দেখে তার

আনল অভিশাপ।

 

অভিশাপের টিকলি মাথায়

পরিয়ে দিলো খাপ

অচিন ঘুমে ঘুমিয়ে গেলো

সবাই ডাকি চোখটি মেলো

পাপড়ি খোলো বাপ

কন্যা যেনো ঘুমিয়ে থাকা

আসহাবে কাহ্’হাফ।

কবিতা কাপল

কবিতা কাপলআফসার নিজাম

হুমায়ূন কবির ভাইয়ের বিয়ের উপঢৌকন

নারী

এবার কবুল কর নারী
নাকের নথের মতো পরে নাও
সংসারের মালা
নারীর নারীত্বে খুঁজে নাও
পুরুষের বুকে

পুরুষ হলো রমনীর লজ্জার হেজাব
নারী হলো পুরুষের আগুনের তাপ।

পুরুষ

সূর্যের আলো নিয়ে যে পুরুষ
আজীবন করেনি সংসার
যৌবন নিয়ে ছুঁয়ে গেছে কবরের দেহ
সে পুরুষ পরুষ নয় পুরুষের ডামি।

স্বরাজ ফেরিওয়ালা

স্বরাজ ফেরিওয়ালাআফসার নিজাম

নজরুল জন্মদিবসে

ক্রমাগত পান্ডুর রাত্রী শেষে
শকুন চুর অন্তরালে
মেলে দিয়েছো ঈগল ডানা
আর ডানায় স্বপ্ন মেখে ফেরি করেছো
কহিনুর রোদ।

তিল তিল অপোয়
ফেনাইত নির্যাতনের শিকল ছিঁড়ে
দরাজ কণ্ঠে হাক দিয়েছো
‘স্বরাজ লাগবে স্বরাজ
আমি স্বরাজ ফেরিওয়ালা’

স্বরাজ ফেরি করতে করতে
তুমি ঢুকে গেছো মানুষের মনে-মগজে
মিছিলে-মিটিং
কারাগারে
মসজিদ-মন্দিরে
এবং বুলবুলের গানের আসর
ও খঞ্জনার নাচের ঘরে
তারপর তোমার রক্তের সিরিঞ্জ বেয়ে
নেমে আসলো স্বাধীনতা।

আমরাও চিৎকার করে
স্বরাজ এসেছে, স্বরাজ
বলতে বলতে বেমালুম ভুলে গেলাম
তুমি একদিন আমাদের স্বরাজ ফেরিওয়ালা ছিলে।

কলমের সাইকেল দৌড়

কলমের সাইকেল দৌড়আফসার নিজাম

আমার সাইকেলটির মতোই হারিয়ে গেছে জহুরী

লেখকের কলমটির প্রতি আমার প্রচন্ড লোভ ছিলো
যখন তার টেবিলের সামনে চেয়ার পেতে বসতাম
কি অনায়াসে না- কলমটি তিন আঙ্গুলের আলিঙ্গনে
চলতে থাকতো আমার সাইকেলটির মতো।

কলমটির চলা দেখতে দেখতে
কতোবার ভেবেছি- আমি ঐ কলমটি চুরি করবো
কিন্তু যতোবার চুরির খায়েশ নিয়ে রুমে ঢুকেছি
ততোবারই দেখেছি কলমের সাইকেল দৌড়
আর ভেবেছি দৌড় সমাপ্ত হলেই
চুরি করে নেবো কলম আর কলমের ম্যাজিক লেখনি।

মানুষ বিক্রির ফরমান

মানুষ বিক্রির ফরমানআফসার নিজাম

একটা মানুষ কিনবেন? মানুষ?
খুব কম দামে দিয়ে দেবো
আহ! জনাব, চিন্তা করবেন না
আপনি যেমনটি চেয়েছেন, ঠিক তেমনি
তার দুটি চোখ আছে
আঁধারেও দিব্যি দেখতে পায় দিনের মতো।

দুটি হাত আছে
কাজ করতে পারে মেশিনের মতো
আর অবাক করা দুটি পা আছে
আপনার বাড়ি থেকে হাঁটা শুরু করে
গোটা পৃথিবীটাই ঘুরে আসতে পারে- যদি আপনি চান।

আর একটি পিঠ আছে
শপাং শপাং চাবুক কষে দেখতে পারেন
গণ্ডারের মতো চামড়া
ইচ্ছে করলে আপনি তা দিয়ে একজোড়া জুতা বানাতে পারেন
গ্যারান্টি দিতে পারি, জুতা জোড়া চলবে জীবনের শেষ দিনটি পর্যন্ত।

তার একটা পেট আছে
প্রয়োজনে বালিশ বানিয়ে শুতে পারেন
আপনার কান্তি দূর করার জন্য কিন্তু
তার জন্য মোটেই অর্থ ব্যয় করতে হবে না
আপনার উচ্ছিষ্টটুকু দিলেই চলবে।

আর একটা মাথা আছে
মনে করে তার মাথা থেকে মগজটা খুলে রাখবেন
না হয় সে নিজেকে মানুষ ভাবতে পারে।

হারানো বিজ্ঞপ্তি

হারানো বিজ্ঞপ্তিআফসার নিজাম

কবিতাটি এভাবে লিখা হয়

গুজরাটে যে ক’জন মানুষ পুড়েছে
তাদের মধ্যে আমি একজন
পুলিশ পুড়ে যাওয়া লাশ তুলে নেয়ার সময়
আমার ঈশ্বরকে ফেলে এসেছেন

যদি কোনো সু-হৃদয়বান ব্যক্তি আমার ঈশ্বরকে পেয়ে থাকেন
দয়া করে নিম্ন ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

আফসার নিজাম
প্রজত্নে আল্লারা
খোদা স্ট্রিট-গুজরাট-ভারত
ইমেল afsarnizam01@gmail.com

কবিতাটি এভাবেও লিখা যেতো

গুজরাটে যে ক’জন মানুষ পুড়েছে
তাদের মধ্যে আমি একজন
পুলিশ পুড়ে যাওয়া লাশ তুলে নেয়ার সময়
আমার হৃদয়টিকে ফেলে এসেছেন

যদি কোন সু-হৃদয়বান ব্যক্তি
আমার হৃদয়কে পেয়ে থাকেন
দয়া করে +৮৮০১৮১৯-৫১৫১৪১ নম্বরে ফোন করবেন।

শবেবরাত

শবেবরাতআফসার নিজাম

গত শবেবরাতে তিনি আসবেন বলে
একশ বত্রিশ লাইন মোনাজাত
এবঙ এক বোতল চোখের পানি নিয়ে ছিলেন।

এবারও তিনি আসবেন
বরাতের বাজেট পাশ করিয়ে নেবো
আপনাকে আর ফেরাবো না
সব পাওনা চুকিয়ে দেবো
বাড়িওয়ালির ভাড়া
দোকানের বকেয়া
বন্ধুদের দেয়া ধার
সব চুকিয়ে দেবো, আপনাকে আর ফেরাবো না

কারণ তিনি কথা দিয়েছিলেন
আমার যাবতিয় সেজদার বিনিময়ে
আমার বাজেট পাশ করে দেবেন।

শয়তানের জন্য প্রার্থনা

শয়তানের জন্য প্রার্থনাআফসার নিজাম

প্রশ্নবিদ্ধ প্রিয় বন্ধুর ঈমান

হায় শয়তান!
তোর মৃত্যুর জন্য মাহান প্রভূর কাছে প্রার্থনা করি।

আজরাঈল যদি তোর মৃত্যুর পাতা ছিড়ার
হুকুম না পেয়ে থাকে
তা হলে প্রভূর কাছে প্রার্থনা
তোর ওপর বির্ষিত হোক
প্রেম ভালোবাসা এবঙ
নান্দনিক বিশ্বাসের নির্যাস

হায় শয়তান!
তোর জন্য প্রার্থনায়
আমার আর কীবা বলার আছে?

তোমাকে ভেঙে দেবো আয়নার মতো

তোমাকে ভেঙে দেবো আয়নার মতোআফসার নিজাম

প্রিয় অসুন্দর তোমাকে ভেঙে দেবো আয়নার মতো
যেভাবে ঢেউ ভেঙে দেয় এক মামুলি কচুরিপানা
দেখো তখন তোমার প্রতিটি কাঁচটুকরো
তোমারই প্রতিবিম্ব খন্ড খন্ড হয়ে দেখা দেবে
তোমার চোখের সীমানায়।
তুমি তখন চিৎকার করবে- ‘হায় সময়
আমার সহস্র পাপের খণ্ডাংশ
আমাকে কেমন ত বিত করে
আমাকে রক্তাক্ত করে।’

তুমি আবারও চিৎকার করে বলবে,
‘আমি মুক্তি চাই আমার
যাবতীয় পাপের মায়াজাল থেকে।
আর বলবে, ‘হায় পাপের মায়াজাল তুমি আমাকে
ধ্বংস করেছো- যেভাবে ধ্বংস করে মানুষ মানুষকে।’